Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

জেলা/ উপজেলা হতে সড়ক পথে এবং ইউনিয়নের অভ্যন্তরে বর্ষাকালে নৌ ও সড়ক পথে এবং শুষ্ক মৌসুমে সড়ক পথে ইউনিয়নগামী চলাচল বিদ্যমান থাকে। ইউনিয়নের যেকোন প্রান্ত থেকে খুব সহজেই সড়ক ও বর্ষা মৌসুমে নৌপথে ইউনিয়ন পরিষদে যাওয়া আসা সম্ভব। সিরাজদিখান থেকে বাস, অটো, রিক্সা, ভ্যান প্রভৃতি যানবহন সহযোগে খুব সহজেই ইউনিয়ন পদে আসা সম্ভব। এই ইউনিয়ন পরিষদ ঢাকা-মাওয়া মহাসড়ক হতে নিমতলা হয়ে উপজেলা ও মুন্সীগঞ্জ সদরে যাওয়া পথিমধ্যে অবস্থান করছে।

ঢাকা-পোস্তগোলা অথবা ঢাকা-নয়াবাজার এবং গুলিস্তান হতে ডি এম; এস এস ও সিরাজদিখান পরিবহন ব্যবহার করে খুব সহজেই ইউনিয়নে আসা যায়।