স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ ) অধ্যাদেশ, ১৯৮৩ এর ৩০, ৩১, ৩২,
৩৩ ধারায় ইউনিয়ন পরিষদের কার্য্যাবলী উল্লেখ রয়েছে । এ কার্য্যাবলী মূলত:
৫ ভাগে বিভক্ত ।
যথা:
১. পৌর কার্য্যাবলী, ২. পুলিশ ওনিরাপত্তা, ৩. রাজস্ব ওপ্রশাসন, ৪. উন্নয়ন ওদারিদ্র
দূরীকরণ এবং ৫. বিচার ।
(১) পৌর কার্য্যাবলী: স্হানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ ) অধ্যাদেশ, ১৯৮৩
এর ৩০ ধারায় পেীর কার্যাবলী বর্ননা করা হয়েছে । পেৌর কার্য্যাবলী ২ ভাগে বিভক্ত ।
যথা: বাধ্যতামূলক এবং ঐচ্ছিক কার্য্যাবলী ।
১. বাধ্যতামূলক কার্য্যাবলী :
* আইন - শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা ।
* অপরাধ, বিশৃঙ্খলা এবং চোরাচালান দমনার্থে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করা ।
* কৃষি, বৃক্ষ রোপণ, পশু পালন , স্বাস্থ্য, কুটির শিল্প , সেচ যোগাযোগ ;
* পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো ;
* স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো ;
* জনগণের সম্পত্তি যথা- রাস্তা, ব্রীজ, কালভার্ট, বাধ, খাল, টেলিফোন, বিদ্যুত
ইত্যাদি সংরক্ষণ করা;
* ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা এবং প্রয়োজনে
উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ বিষয়ে সুপারিশ করা ;
* স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগনকে উদ্বোদ্ধ করা;
* জন্ম,মৃত্যু, অন্ধ, ভিক্ষুক Iদু:স্থদের নিবন্ধন করা ;
* সব ধরণের শুমারী পরিচালনা করা ;
২. ঐচ্ছিক কার্য্যাবলী : স্হানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ ) অধ্যাদেশ, ১৯৮৩ এর
প্রথম তপসিলের প্রথম খন্ডে ঐচ্ছিক কার্য্যাবলী উল্লেখ করা হয়েছে ।
· জনপথ ওরাজপথের ব্যবস্থা ওরক্ষণাবেক্ষণ;
· সরকারী স্থান, উন্মুক্ত জায়গা, উদ্যান ওখেলার মাঠ এর ব্যবস্থা ওরক্ষণাবেক্ষণ;
· জনপথ, রাজপথ, ওসরকারী স্থানে আলো জ্বালানো ;
· সাধারণভাবে গাছ লাগানো ওসংরক্ষণ এবং বিশেষভাবে জনপথ, রাজপথ ওসরকারী
জায়গায় গাছ লাগানোওসংরক্ষণ ;
· কবরস্থান, শ্মশান ঘাট, জনসাধারণের সভার স্থান নিয়ন্ত্রণ ওজনসাধারণের অন্যান্য
সম্পত্তির নক্টষণাবেক্ষণ ওপরিচালনা ;
· পর্যটকদের থাকার ব্যবস্থা এবং সংরক্ষণ ;
· জনপথ, রাজপথ,এবং সরকারী স্থান নিয়ন্ত্রণ অনধিকার প্রবেশ রোধকরণ ;
· ইউনিয়নের পরিচ্ছন্নতার জন্য নদী, বন ইত্যাদির তত্বাবধান Iস্বাস্থকর ব্যবস্থার উত্কর্ষ
সাধন এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ ;
· গোবর Iরাস্তার আবর্জনা সংগ্রহ, অপসারণ ওব্যবস্থাপনা নিশ্চিত করণ ;
· অপরাধ মূলক Iবিপদজনক ব্যবসা নিয়ন্ত্রন করণ ;
· মৃত পশুর দেহ অপসারণ ওনিয়ন্ত্রণকরণ ;
· পশু জবাই নিয়ন্ত্রণকরণ ;
· ইউনিয়নে দালান নির্মাণ ওপুন: নির্মাণ নিয়ন্ত্রণ ;
* দালান ওসৌধ নিয়ন্ত্রণ ;
· কুয়া, পানি তোলার কল, জলাধার, পুকুর ইত্যাদি সংরক্ষণ ;
· খাবার পানির উত্স দূষিতকরণ রোধ করা ;
· জনস্বাস্থের জন্য ক্ষতিকর কূপ, পুকুর বা পান সরবরাহের অন্যান্য স্হানের
পানি ব্যবহার নিষিদ্ধ করা ;
· পুকুর বা পানি সরবরাহের স্থানের শন, পাট বা অন্যান্য গাছ ভিজানো নিষিদ্ধ করা ;
· অবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিয়ন্ত্রণ ;
· আবাসিক এলাকার মাটি খনন করে পাথর বা অন্যান্য বস্তু উত্তোলন নিষেধ করা ;
· আবাসিক এলাকার ইট, মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মাণ নিষেধ করা ;
· মেলা Iপ্রদর্শনীর আয়োজন ;
· জনসাধারণের উত্সব পালন ;
· প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ব্যবস্থা করা ;
· এতিম, বিধবা Iগরীবদের সাহায্য করা ;
· খেলাধুলার উন্নতি সাধন ;
· শিল্প ওসামাজিক উন্নয়ন, সমবায় আন্দোলন ওগ্রামীণ শিল্পের উন্নয়ন সাধন ;
· পরিবেশ ব্যবস্থাপনার কাজ করা ;
· গবাদি পশুর খোয়াড় নিয়ন্ত্রণ ;
· প্রাথমিক চিকিত্সার কেন্দ্র স্থাপন ;
· গ্রন্থাগার ওপাঠাগ্ার নিরমানের ব্যবসাথা করা;
· ইউনিয়ন পরিষদের সাথে অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা করা;
ইউনিয়ন পরিষদের উপর ন্যস্ত পৌর ওউন্নয়ন কার্য্যাবলীর আওতায়সামাজিক, অর্থনৈতিক ও
উন্নয়নমূলক কাজের দায়িত্ব দেয়া হয়েছে । এ দায়িত্বগুলো ৪ ভাগে বিভক্ত । যথা:
(ক) যোগাযোগ
(খ) শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ওপরিবার কল্যাণ;
(গ) পানীয় জল সরবরাহ;
(ঘ) সংস্কৃতি ওসমাজকল্যাণ ।
(২) পুলিশ ও নিরাপত্তা:দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ওনিরাপত্তা সুসংহত করার বিষয়ে
বিষদভাবে অনুভূত হওয়ায় সরকারের নির্দেশে প্রতিটি গ্রামে গ্রাম প্রতিরক্ষা দল গঠন করা হয়েছে।
গ্রাম প্রতিরক্ষা দল গঠন করার প্রধান উদ্দেশ্যাবলী হচ্ছে :
(ক) রাষ্ট্র বিরোধী কাজে লিপ্ত এবং অস্ত্রধারী দুস্কৃতিকারীদের বিরুদ্ধে জনমত গঠন করা ;
(খ) বে-আইনী অস্ত্র উদ্ধারে সাহায্য করা ;
(গ) প্রয়োজনে রাতে টহলদার এবং স্থানীয় গ্রাম-পুলিশদের পাহারার কাজে অংশগ্রহণ করা ;
৩) রাজস্বওপ্রশাসন :
(ক) রাজস্ব Iসাধারণ প্রশাসন কাজে সহায়তা করা ;
(খ) রাজস্ব অথবা ভূমি উন্নয়ন কর আদায়ে রাজস্ব ওকর্মকর্তা এবং সাধারণ প্রশাসনকে সহায়তা করবে ।
জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী ইউনিয়নের রাজস্ব ওপ্রশাসন পরিচালনা, রাজস্ব আদায়ের রেকর্ড ও
মূল্যায়ন তালিকা প্রণয়ন, সার্ভে বা শস্য পরিদর্শনে সহায়তা করবে;
(খ) কোন অপরাধ সংগঠিত হলে পুলিশকে অবহিত করবে ;
(গ) জনপথ, রাস্তা বা জনসাধারণের জায়গা অবৈধ দখল অথবা দালান বা সম্পত্তির ক্ষতি হলে যথাযথ
কর্তৃপক্ষের নিকট রিপোর্ট করবে ;
(৪) উন্নয়ন ও দারিদ্র দূরীকরণ :
গ্রাম ইন্নয়নের কেন্দ্রবিন্দু হচ্ছে ইউনিয়ন পরিষদ । কৃষি ওকুটির শিল্পের উন্নতি ওসমবায় আন্দলনের বিস্তার
এবং বন ওপশু সম্পদ বৃদ্ধির জন্য ইউনিয়ন পরিষদ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে পারে ।
নিম্নলিখিত তথ্যাদি উন্নয়ন পরিকল্পনায় লিপিবদ্ধ করতে হবে :
(ক) বিভিন্ন সেক্টরে লক্ষ্যমাত্রা ;
(খ) প্লানের নির্দিষ্ট প্রকল্পসমূহ ;
(গ) কি ধরণের কর্মচারী প্রয়োজন হবে এবং এ ব্যাপারে সরকারের কাছ থেকে কোন সাহায্যের প্রয়োজন হবে কিনা ;
(৫) বিচার :
আমাদের দেশের দরিদ্র জনসাধারণের অধিকাংশই গ্রামে বাস করেন। এ দরিদ্র জনসাধারণের পক্ষে শহরে গিয়ে
দীর্ঘদিন মামলা মোকাদ্দমা চালানো অত্যন্ত কঠিন ব্যাপার । সুতরাং তাদেরকে ঝগড়া বিবাদের মীমাংসা ওমোকাদ্দমা
নিস্পতি এবং বিড়ম্বনা ওএ সংক্রান্ত খরচের হাত থেকে অব্যহতি দেওয়ার জন্য সরকার গ্রামঞ্চলে প্রাথমিকভাবে বিচার
ব্যবস্থার দায়িত্ব ইউনিয়ন পরিষদের উপর ন্যস্তকরেছেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস