২৮/০৫/২০১৬ ইং তারিখ বাসাইল ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্য/সদস্যাদের একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন নব নির্বাচিত সকল ওয়ার্ডের সদস্য/ সদস্যাবৃন্দ। এছাড়া বিশেষভাবে উপস্থিত ছিলেন বর্তমান এবং সাবেক চেয়ারম্যান জনাব হাজী মো: সাইফুল ইসলাম (যুবরাজ)। সংবর্ধনা সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভার সভাপতি তার বক্তব্যে পরিষদকে কিভাবে আরও কার্যকর এবং ফলপ্রসু করা যায় তার দিকনির্দেশনা প্রদান করেন এবং সকল সদস্য/সদস্যাদের স্বতষ্ফুর্তভাবে নিজেকে জনগনের নিকট পৌছে দিতে পারে তার পরামর্শ দান করেন।
এছাড়া, সংবর্ধনা সভায় পরিষদের বিভিন্ন ধরণের কমিটির প্রস্তাব করা হয় এবং তা সকলের সিদ্ধান্ত অনুযায়ী পাস করা হয়।
পরে সভায় উপস্থিত সকলের জন্য দোয়া ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস