২০২৩-২০২৪ অর্থ বৎসরের বাজেট দাখিল
জনাব,
উপর্যুক্ত বিষয়ের আলোকে আপনার সদয় অবগতির জন্য জানাইতেছছি যে, অত্র ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট গত ২৮/০৫/২০২৩ ইং তারিখে ইউপির এক বিশেষ উন্মোক্ত সভায় গৃহিত হয়েছে এবং ২৮/০৫/২০২৩ ইং তারিখের বিকাল ৩ ঘটিকায় ইউনিয়ন পরিষদের সধারণ সভায় অনুমোদন করা হয়েছে। উক্ত সভার কার্যবিবরনী ও অনুমোদিত বাজেটের অনুলিপি এতদসংগে দাখিল করিলাম।
প্রতি বছরের ন্যায় এ বছরেও বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটের মধ্যে ইউনিয়নের সামগ্রীক বিষয়গুলি অন্তর্ভূক্তি হয়েছে। পরিষদের নিজস্ব আয় ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাজেরটের বিভিন্ন হিসাবের খাত দেখানো হয়েছে।
এ বাজেরটে উল্লেখযোগ্য বিষয়গুলির মধ্যে উন্নয়নমূলক প্রকল্পের অধিক ব্যবহার করা হয়েছে। এ বছরের বাজেটে একটি উন্নয়ন ও সমৃদ্ধশালী বাজেটে হিসেবে ধরা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস