Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ইউনিয়ন সমাজসেবা অফিস
Details

সমাজ সেবা অফিস মূলত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সেবা ধর্মী প্রতিষ্ঠান।

Image
label.column.field_office_cism

প্রথম ধাপ

সরকারের বরাদ্দ ঘোষণা

দুঃস্থ ও বয়ষ্ক মানুষদের আর্থিক ভাবে সহায়তা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে জেলা ভিত্তিক অর্থ বরাদ্দ দেয়া হয়। শহর সমাজ সেবা অফিস হতে উপ বরাদ্দ পত্রের মাধ্যমে পৌরসভা/ইউনিয়ন পরিষদকে বিষয়টি অবহিত করা হয়। এই পত্রের মাধ্যমে কতজনকে বয়ষ্ক ভাতা দেয়া হবে তা উল্লেখ থাকে। 

 

দ্বিতীয় ধাপ

দুঃস্থ মানুষদের তালিকা প্রস্তুত

উপ বরাদ্দের চিঠি পাওয়ার পর মেয়র মহোদয় এ বিষয়ে একটি বিশেষ সভা আহবান করেন। সভায় জনপ্রতিনিধিদের কোটা নির্ধারন করা হয়। নির্ধারিত কোটা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে জনপ্রতিনিধিগনকে তাদের নিজ নিজ এলাকার বয়ষ্ক ভাতা পাওয়ার উপযোগী মানুষের তালিকা দিতে বলা হয়। জনপ্রতিনিধিগন তাদের নিজ নিজ এলাকার এরকম মানুষদের চিহ্নিত ও তালিকা প্রস্তুত করে নির্ধারিত দিনের মধ্যে ডেসপাসে জমা দেন।

 

তৃতীয় ধাপ

তালিকা চুড়ান্তকরণ

সম্পুর্ণ তালিকা পাওয়ার পর প্রতিটি ওয়ার্ড কমিটির সভা আহবান করা হয়। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরকে সভাপতি করে ৫ / ৭ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠিত হয়। সভায় যাঁচাই- বাছাই সম্পন্ন হওয়ার পর তালিকা চুড়ান্ত করা হয়। এরপর, তালিকাটিশহর সমাজ সেবা অফিসে পাঠিয়ে দেয়া হয়।

Citizen Charter
  ঋণ কাযক্রম  
ক্রমিক নংখাতের নামঋণের পরিমাণউপকারভোগীর সংখ্যামোট উপকারভোগীর সংখ্যা
০১আর এস এস৩,৭৭৬১০৬৫৩৯০
০২পল্লী মাতৃকেন্দ্র৭৪,০০০১৪৮৪
০৩এসিদ দগ্ধ ও শারিরিক প্রতিবন্ধী৭০,০০০৪২
০৪আশ্রয়ণ প্রকল্প.......
     
  ভাতা সংক্রান্ত কাযক্রম  
ক্রমিক নংখাতের নামভাতাভোগীর সংখ্যামোট উপকার ভোগীর সংখ্যা 
০১বয়স্ক ভাতা৪৪২১৩২৬ 
০২বিধবা ও স্বামী পরিত্যাক্তা ভাতা১৬০৭৪০ 
০৩অস্বচ্ছল পতিবন্ধী খাতা৪৬২৩০ 
০৪শিক্ষা উপবৃত্তি ভাতা (প্রতি)১৮০ 
০৫মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা২৭১৬২ 
label.column.field_projects

0

Address

বাসাইল ইউনিয়নস্থ কোন সমাজ সেবা অফিস নেই। তবে সিরাজদিখান উপজেলাধীন সমাজ সেবা অফিসের মাধ্যমে সকল কায্যক্রম সম্পন্ন হয়ে থাকে। অত্র অফিস সিরাজদিখান উপজেলায় অবস্থিত।