শনিবার সকাল থেকে বাসাইল ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ তাদের নিজস্ব এলাকার সকল দু:স্থ্য ও অতি দরিদ্র গরীব খেটে খাওয়া জনগণের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেন।
এ বিতরণ কার্য্যক্রমটি অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদের কার্য্যালয়ে।
সাধারণ মানুষ তাদের কাছে পৌছে যাওয়া ভিজিএফ কার্ড প্রাপ্তির মাধ্যমে শনিবার সকাল থেকে নিজস্ব ওয়ার্ডের সদস্যদের চাল বিতরণ ক্যাম্পের সম্মুখে সারিবদ্ধভাবে লাইন ধরে দাড়িয়ে সুশৃঙ্খলার সাথে চাল গ্রহণ করেন। এ সময় বিতরণ এলাকায় উপস্থিত থাকেন বাসাইল ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক ও বর্তমান চেয়ারম্যান হাজী সাইফুল ইসলাম (যুবরাজ), এছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, পরিষদের কর্মরত সচিব জনাব মোঃ আক্তার হোসেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের বর্তমান উদ্যোক্তা মোঃ আব্দুল খালেক ও সকল গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।
বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে হওয়াতে সকলের আনন্দিত এবং সস্তুষ্ট। এসময় চেয়ারম্যান সকল উপস্থিত জনগেনের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা বিনিময় ও সকলের মঙ্গল কামনা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS